ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

‘ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র বাধা, শোরুম উদ্বোধন করতে পারেননি মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫৬, ৩ নভেম্বর ২০২৪
‘ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র বাধা, শোরুম উদ্বোধন করতে পারেননি মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি পোশাকের শোরুম উদ্বোধনের কথা থাকলেও বাধার মুখে তা করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার (২ নভেম্বর) বিকেলে ‘খুকি লাইফস্টাইল’ নামে এই পোশাক বিপণী উদ্বোধন করার কথা ছিল তার। ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে মেহজাবীন চৌধুরীকে প্রতিরোধের ঘোষণা দিয়েছিল একটি সংগঠন।

‘খুকি লাইফস্টাইল’ এর শোরুম ব্যবস্থাপক ইমদাদ হোসেন জানান, ‘ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে।’

কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।’

এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এ সময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার কথাও জানান তিনি।

অভিনেত্রীর এই ঘোষণা আসার পর থেকেই শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা ব্যানারে।

ঢাকায় মেহজাবীন
এদিকে, মেহজাবীন তার ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ (শনিবার) আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।’

পুলিশ যা বলল
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, তৌহিদি জনতার বাধায় অনুষ্ঠান হতে পারেনি বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে গত শুক্রবার বায়তুশ শরফের হুজুর দিয়ে শোরুমটি উদ্বোধন করা হয়েছে। তখন আজকে (শনিবার) মেহজাবীন চৌধুরীকে দিয়ে যখন আবার উদ্বোধন করাতে গিয়েছে, তখন অনেকে মনে করেছেন, এটা হুজুরকে অপমান করা। এজন্য মেহজাবীন চৌধুরী আসার আগে রিয়াজউদ্দিন বাজারের কিছু ব্যবসায়ী এবং সাধারণ কিছু মুসল্লি ক্ষিপ্ত হয়ে শোরুমের নিচে অবস্থান নেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ জানায়, মেহজাবীন চৌধুরী আসার কথা ছিল। তবে মেহজাবীনক নিয়ে যে অনুষ্ঠান ছিল, তা বাদ দেওয়া হয়েছে।’

/রেজাউল/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়