বক্তব্যের সময় লোডশেডিং, জড়িতদের চাকরিচ্যুত করতে বললেন নুর
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তারুণ্যের সমাবেশে নুরুল হক নুর
নোয়াখালীর মাইজদী উপজেলায় আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বক্তব্য শুরুর কয়েক সেকেন্ডের মাথায় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হ্যান্ড মাইকে দেওয়া বক্তব্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টা ১৭ মিনিটের দিকে উপজেলার হরিণারায়ণপুর স্কুল মাঠে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ বিভ্রাটের সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিদ্যুৎ অফিসে ফোন করে অনুরোধ করলে পুনরায় বিদ্যুৎ চালু হয়। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কয়েক মিনিট পর বিদ্যুৎ সংযোগ সচল হয়।
বিদ্যুৎ বন্ধ থাকা অবস্থায় হ্যান্ড মাইকে নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিস্টের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে। আমার বক্তব্যের শুরুতেই ষড়যন্ত্র করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণঅধিকার পরিষদের জোয়ার ঠেকানো যাবে না।’
নুর বলেন, ‘ঢাকায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে। বিদ্যুতের লাইন যারা বন্ধ করেছে তাদের চাকরিচ্যুত করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাবিবুল বাহার বলেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল, তারা ২টা থেকে ৫টা পর্যন্ত প্রোগ্রাম করবেন। কিন্তু তারা যে ৫টার পরও প্রোগ্রাম চালিয়ে যাবেন-তা আমাদের জানাননি। এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তারা ফোন করার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেছি। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।
/সুজন/এসবি/