শেরপুরে শ্রমিক দলের তিন নেতা বহিষ্কার
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম জুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হক মোল্লা, সদস্য হোসেন আলী ছোট ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক মিয়া।
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ৩১ অক্টোবর সেলিম আহমেদ জীবনকে আহ্বায়ক এবং এমদাদুল হক মোল্লাকে সদস্যসচিব করে ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে এমদাদুল হক মোল্লা এবং তার সমর্থকরা সেই কমিটি প্রত্যাখ্যান করে কাংশা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলামকে মারধর করেন। পরে ধানশাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নূর ইসলামের একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন তারা। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম জুন বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এমদাদুল হক মোল্লা ও তার দুই সহযোগীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে এমদাদুল হক মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।
তারিকুল/কেআই