ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৩ নভেম্বর ২০২৪  
ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর (৪০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (৩ নভেম্বর) সকালে শহরের নিউটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর যশোরের কেশবপুর থানার মন্ডারখোলার টিটা বাজিতপুর এলাকার হযরত আলীর ছেলে। আহত শহিদ মিয়া (৪৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজিনা পারভিন বলেন, সকালে বিদ্যুৎস্পৃষ্টে আহত দুই জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে; আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শাহিনুরের সহকর্মীরা জানান, ভৈরব শহরের নিউটাউন এলাকায় ভৈরব বাজার-৩ বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন লাইনম্যান শাহিনুর ও শহিদ মিয়া। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শাহিনুরের মৃত্যু হয়।

ভৈরব পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, শহরের ভৈরব বাজার এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে কদিন যাবত বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ চলছিল। আজ সকালে লাইনের কাজ করতে গিয়ে লাইনম্যানের হাতের তার ছুটে পাশের লাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুমন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়