ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ট্রাম্পের মন্তব্যে যা বললেন ধর্ম উপদেষ্টা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:১৭, ৩ নভেম্বর ২০২৪
ট্রাম্পের মন্তব্যে যা বললেন ধর্ম উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‌‘ট্রাম্প যে মন্তব্য করেছেন, এটা আমাদের অনেককে বিব্রত করে। বাংলাদেশে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন আমরা মনে করি, তাদের সবার রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক-সাংস্কৃতিক অধিকার স্বীকৃত। তাদের হয়রানি করা হচ্ছে এমন ধরনের যে অভিযোগ আমরা শুনি, আমরা এ কথাগুলোর সঙ্গে একমত নই।’

রোববার (৩ নভেম্বর) সকালে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টার আয়োজিত দুই দিনব্যাপী ‘সুন্নাহ ফাউন্ডেশন কনফারেন্স বাংলাদেশ-২০২৪’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

আরও পড়ুন: সংখ্যালঘু নির্যাতন নিয়ে অভিযোগ তুলে বাংলাদেশের সমালোচনা ট্রাম্পের

আরো পড়ুন:

ধর্ম উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ময়দানে ভোট পেতে অনেকে অনেক কথা বলেন। আমরা বিশ্বাস করি ও আমরা অঙ্গীকারবদ্ধ যে, এ দেশে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা নিরাপদে আছেন। তাদের ধর্ম, ব্যবসা, রাজনৈতিক অধিকার আমরা নিশ্চিত করেছি। এটা আমাদের অঙ্গীকার। কেউ যদি কারো কোনো উপাসনালয় অপবিত্র করতে চায়, আমরা মনে করি তারা কোনো ধর্মের লোক নয়, তারা অপরাধী। অপরাধীকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের।’

তিনি বলেন, ‘আমরা সবসময় বলেছি, এ দেশের যারা নাগরিক তাদের প্রত্যেকের অধিকার আছে, তাদের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার ও ব্যবসায়িক অধিকার আছে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সাম্প্রতিক সময়ে তাদের পূজা পার্বন উৎসবগুলো গেলো, তাদের আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। তাদের কিছু দাবিদাওয়া আছে, এগুলো সরকারের বিবেচনায় আছে। আমরা মনে করি, একটা সহনশীলতা না থাকলে আমরা সুন্দর বৈষম্যহীন সমাজ গড়তে পারবো না। এজন্য বিভেদ কমিয়ে পারস্পরিক সম্মান, সহিষ্ণুতা সম্প্রীতির আবহ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারব।’

সরকারি চাকরিজীবীদের বিনা খরচে হজ করার বিষয়ে তিনি বলেন, ‘কিছু কর্মকর্তা আছেন তারা সরকারি টাকায় হজ করতেন। আমরা কেবিনেট সভায় এটা বাতিল করেছি। আমরা এদের নেবো না। আমরা সরকারি পর্যায়ে গত বছর চার হাজার হাজি নিয়েছি। এটা অব্যাহত থাকবে। শুধু ফ্রিতে যারা যেতে চান, এই চর্চা বন্ধ করতে চাই।’

সুন্নাহ ফাউন্ডেশনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফিলিস্তিনের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, ইবি উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ প্রমুখ। 

প্রসঙ্গত, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্স হ্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টানসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ও গণ লুটের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প লেখেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে কখনো এমনটা ঘটতো না।’

সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়