ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মুন্সীগঞ্জের হাসপাতালে নারীর মৃত্যু, স্টাফদের মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৩ নভেম্বর ২০২৪  
মুন্সীগঞ্জের হাসপাতালে নারীর মৃত্যু, স্টাফদের মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের নার্স ও স্টাফদের মারধর করেছেন মারা যাওয়া নারীর স্বজনরা বলে অভিযোগ পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল জানান, যেহেতু মারা যাওয়া রোগীর স্বজনদের অভিযোগ রয়েছে, এ কারণে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের নার্স ও স্টাফদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মারা যান হাজেরা বেগম। তিনি মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পশ্চিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

আরো পড়ুন:

স্বজদের অভিযোগ, গতকাল শনিবার বিকেলে হাজেরা বেগমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে ভর্তি রাখার পরামর্শ দেন কর্তৃপক্ষ। ভর্তির পর রোগীকে হাসপাতালের নার্স ও অন্যান্য স্টাফরা যথাযথ সেবা প্রদান করেননি। রোগীর মৃত্যু খবর পেয়ে তারা হাসপাতালে আসেন। এসময় হাসপাতাল স্টাফদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, ‘হাসপাতালে বর্তমানে রোগীর চাপ অনেক বেশি। স্টাফরা তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। যেহেতু মারা যাওয়া রোগীর স্বজনদের অভিযোগ রয়েছে, এ কারণে ঘটনা তদন্তে হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মাহমুদুল হাসানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’ 

হাসপাতালের নার্স ও স্টাফদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।

রতন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়