সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ৪৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে।
গতকাল শনিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। রোববার (৩ নভেম্বর) বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. হারুন মিয়া।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে।’
আহত হারুন মিয়া বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, হারুন মিয়া বারদী বাজারে সবজি ব্যবসা করেন। প্রতিদিন ভোরে রূপগঞ্জের গাউছিয়া থেকে সবজি পাইকারি দরে কিনে খুচরা বিক্রি করেন। গতকাল শনিবার রাতে সবজি কেনার জন্য অটোরিকশায় করে গাউছিয়া যাচ্ছিলেন তিনি। জামপুরের পাকুন্ডা ব্রিজ এলাকায় চার থেকে পাঁচ জন পিকআপ ভ্যানে করে এসে তাকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে নগদ ৪৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
অনিক/মাসুদ