ডেঙ্গুতে খুবি কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. সাইফুর রহমান ও একটি বেসরকারি হাসপাতালে সাফিনা খানম মারা যান।
সাফিনা খানম খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী।
জানা গেছে, রোববার (৩ নভেম্বর) সকাল ৭ টায় একটি বেসরকারি ক্লিনিকে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী সাফিনা খানম। পোর্ট কলোনী জামে মসজিদে জোহরের নামাজের পর জানাজা শেষে পোর্ট কলোনী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৬৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১০ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
খুবি উপাচার্যের শোক:
সাফিনা খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নূরুজ্জামান/মাসুদ