ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু বাহিনীর কবল থেকে ১০ জেলে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৪ নভেম্বর ২০২৪  
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু বাহিনীর কবল থেকে ১০ জেলে উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে বনদস্যু বাহিনীর কবল থেকে মালপত্রসহ ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) সকালে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার বিকালে গহীন সুন্দরবনের তক্তাখালী নামক স্থান হতে ওই ১০ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন-উপজেলার চুনকুড়ি গ্রামে দাউদ গাজীর ছেলে আলিম গাজী, বাহার আলী সরদারের ছেলে নূরুল ইসলাম, আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম, হরিনগর গ্রামের ফজলে সানার ছেলে হাফিজুর রহমান, খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান, মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা, ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শফিকুল গাজী, বড়ভেটখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম এবং দুরমুজখালী গ্রামে লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল মল্লিক।

বনবিভাগ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্যে তক্তাখালী নামক স্থানে বনদস্যু্রা ১০ জেলেকে অপহরণ করে রেখেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা যৌথ অভিযান চালায়। এসময় সংঘবদ্ধ ডাকাত দল তাদের লক্ষ করে গুলি ছোড়ে। বনবিভাগের সদস্যরাও পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদস্যু বাহিনীর ৫ সদস্য মালামাল ফেলে গহীন সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বনবিভাগ ১ রাউন্ড শটগানের গুলি, ১টি সোলার প্যানেল ও ৩টি নৌকা ও ১০ জেলেকে উদ্ধার করে।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে আবারও বনদস্যু বাহিনীর উপস্থিতি জেলেদের মাধ্যমে জানতে পেরে গহীন সুন্দরবনের ভিতরে অভিযান পরিচালনা করা হয়। বনদস্যুর কবল থেকে উক্ত ১০ জেলেকে উদ্ধার করা হয়।

শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়