ঢাকা     বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৫ ১৪৩১

চাঁদপুরে মেঘনায় নৌ পুলিশের হাতে কৃষি ব্যাংকের এজিএমসহ আটক ১৪

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৫৫, ৪ নভেম্বর ২০২৪
চাঁদপুরে মেঘনায় নৌ পুলিশের হাতে কৃষি ব্যাংকের এজিএমসহ আটক ১৪

চাঁদপুরে মেঘনা নদীতে কৃষি ব্যাংকের এজিএম মো. কাইয়ুম খানসহ ১৪ জেলেকে মা ইলিশ ধরা বন্ধের অভিযানের শেষ দিনে আটক করেছে নৌ পুলিশ। একই সাথে এ অভিযানে ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১শ’ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে নৌ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

তিনি বলেন, মৎস্য বিভাগকে শেষ দিনে পাশে না পেলেও আমরা ২২ দিনের মা ইলিশের অভিযানে শেষ পর্যন্ত নদীতে ছিলাম। এই শেষ দিনে কৃষি ব্যাংকের এক কর্মকর্তাকেও জেলেদের সাথে আটক করি এবং জিজ্ঞাসাবাদ করছি।

তিনি ২২ দিনে চাঁদপুর নৌ অঞ্চলের অভিযান প্রসঙ্গে জানান, আমরা নদী থেকে মোট ৭৫ লক্ষ ৯৭ হাজার মিটার জাল, ২ হাজার ৪৭৯ কেজি ইলিশ মাছ, ১১৪টি জেলে নৌকা ও ৩৪৬ জনকে গ্রেপ্তার করেছি। যাদের মধ্যে ১৪৮ জনের বিরুদ্ধে ৪৭টি নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়াও ২৯টি মোবাইল কোর্টে ১৫৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

কৃষি ব্যাংকের অভিযুক্ত এজিএম মো. কাইয়ুম খান বলেন, আমি শখের বসে ঘুরতে গিয়ে জেলে নৌকায় জেলেদের সাথে নদীতে নেমেছিলাম। নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের সাথে আমার নদীতে যাওয়া ঠিক হয়নি। আমার ভুল হয়ে গেছে এবং আমি ক্ষমা প্রার্থী।

জয়/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়