ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৪ নভেম্বর ২০২৪  
ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন। উপজেলার মকরধ্বজপুর বর্ডার থেকে রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় পিস্তলটি উদ্ধার করা হয়। 

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ।

তিনি জানান, ভিকটিমের মাধ্যমে জানা যায় চোরাকারবারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ভারতে পাচার করতে চেয়েছিল। ভিকটিমদের দেওয়া তথ্য অনুযায়ী নিজস্ব গোয়েন্দা সংস্থার বিভিন্ন মাধ্যম হতে পাওয়া তথ্যেরে ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি দল রোববার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার-৫৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর বর্ডার পাড়া গ্রামের মো. ফিরোজের খেজুর বাগানের মধ্যে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে খেঁজুর বাগানের মধ্যে লুকিয়ে রাখা মাটির নিচ হতে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।

আজিজুস শহীদ আরও জানান, উদ্ধার পিস্তলটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে জমা করা হয়েছে।

শাহরিয়ার/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়