গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতির অভাব, অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার রেজাউল করিম।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘ওসিসহ ৩ উপ-পরিদর্শক ও ৪ কনস্টেবলকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্তি করা হয়েছে।’
প্রত্যাহার করার পুলিশ সদস্যরা হলেন- গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক মো. তারিফ হোসেন, দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. নেফাউর, মো. আনিস, মো. শামীম রেজা ও মো. মানিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে সাদা পোশাকের ৮ পুলিশ সদস্য তাকে গ্রেপ্তারের জন্য যান। এ সময় অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় ৫ পুলিশ সদস্যসহ তাদের বহনকারী সিএনজিচালক আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ সদস্যরা। এ ঘটনার পরের দিনই যথেষ্ট প্রস্তুতির অভাব, অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে ওইসব পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে ওই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের প্রধান।
প্রসঙ্গত, ঘটনার রাতেই পুলিশের ওপর হামলার ঘটনায় যৌথ অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ১৩ জনকে গ্রেপ্তার করে, বাকিদের ছেড়ে দেওয়া হয়।
শিয়াম/ইমন