ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

টেকনাফে অপহৃত ৯ ব্যক্তি বাড়ি ফিরেছেন

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৪ নভেম্বর ২০২৪  
টেকনাফে অপহৃত ৯ ব্যক্তি বাড়ি ফিরেছেন

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৯ ব্যক্তি বাড়ি ফিরেছেন। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। 

ফিরে আসা ব্যক্তিরা হলেন- ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল। অপহৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ছিলেন। তাদের পরিচয় জানা যায়নি। 

ওসি গিয়াস উদ্দিন বলেন, ৯ ব্যক্তি অপহরণের খবর জানার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত ছিল। এর মধ্যেই খবর পাই রোববার দিবাগত রাতে সবাইকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। 

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৪৫ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এরমধ্যে ৮৮ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছেন।

তারেকুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়