ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

এক ঘণ্টা ট্রেন আটকে রাখলেন কুষ্টিয়ার মানুষ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ৪ নভেম্বর ২০২৪  
এক ঘণ্টা ট্রেন আটকে রাখলেন কুষ্টিয়ার মানুষ

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং কুষ্টিয়া স্টেশন দিয়ে নিয়মিত ট্রেন চলাচলের দাবিতে বিক্ষোভ করেছেন কুষ্টিয়ার মানুষ।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া রেলস্টেশনে দুপুর সোয়া ১২টা থেকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন তারা।

কুষ্টিয়া রেল স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খতুন বলেন, ‌‘এখনো রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি।’ 

আরো পড়ুন:

রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ দুপুর সোয়া ১২টার দিকে কুষ্টিয়া রেলস্ট্রেশনে পৌঁছায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি। এসময় কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। আন্দোলনকারীরা রেল লাইন থেকে সরে গেলে দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস এই দুটি ট্রেন আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। রুট পরিবর্তন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবেন।  অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।

কুষ্টিয়া রেল স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খতুন বলেন, ‘রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনো রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি।’   

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়