ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৬ 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:২৮, ৪ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৬ 

ময়মনসিংহ শহরে গ্যাস ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। ছয়জন দ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (৪ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আগুনে দগ্ধ ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রাইভেটকার চালক হিমেল মারা গেছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়