ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

শিবচরে ২৮ কোটি টাকার বেড়িবাঁধে ধস

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৪ নভেম্বর ২০২৪  
শিবচরে ২৮ কোটি টাকার বেড়িবাঁধে ধস

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খা নদের ওপর ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। গত শনিবার (২ নভেম্বর) উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে বাঁধের কিছু অংশ ধসে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদের পাড়ে বসবাসকারীরা। তাদের অভিযোগ, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে বালু উত্তোলণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার আড়িয়াল খা নদের বহেরাতলা-কলাতলা পয়েন্টে ভাঙন ঠেকাতে ২০২০ সা‌লের মাঝামা‌ঝি সম‌য়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। প্রায় ২৮‌ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মিত হয়। ফলে নদী ভাঙন থেকে রক্ষা পান এলাকাবাসী।

কলাতলা গ্রামের বাসিন্দারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাঁধের চারপাশে প্রায় ৪-৫টি ড্রেজার বসিয়ে রাতদিন বালু তুলছেন। কয়েকবার তাদের বাধা দেওয়া হয়। পরে তারা রাতের অন্ধকারে বালু তুলতে শুরু করেন। নদের গভীর থেকে বালু কাটায় বাঁধে ধস দেখা দিয়েছে। 

আরো পড়ুন:

কলাতলা গ্রামের বাসিন্দা সালাম মোল্লা বলেন, ‘রাতের আধারে বালু কেটে নিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী। ফলে বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে বসতবাড়ি, স্কুল ও মসজিদ। আমরা চাই, যারা বালু উত্তোলণের সঙ্গে জড়িত তাদের বিচার হোক।’ 

একই গ্রামের শাহানা বেগম বলেন, ‘বেড়িবাঁধ নির্মিত হওয়ার পর আমরা শান্তিতেই ছিলাম। বালু খেকোরা সেই শান্তি নষ্ট করেছে। ওরা রাতের বেলায় বালু কাটে। এ কারণে বাঁধের একাংশ ভেঙে গেছে।’

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, ‘আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রিদর্শন ক‌রেছি। বিষয়‌টি খুবই দুঃখজনক। ড্রেজা‌রে মা‌টি কে‌টে নেওয়ার ফ‌লে বে‌ড়িবাঁধ‌টি ধ‌সে যাচ্ছে। বিষয়টি এরই ম‌ধ্যে আমরা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও জেলা প্রশাসককে জা‌নি‌য়ে‌ছি। আমরা স্থান‌টি‌তে জিও ব্যাগ ফে‌লে ধস নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়