ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ফতুল্লায় নারীকে পিটিয়ে হত্যা, যুবক আটক

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৪ নভেম্বর ২০২৪  
ফতুল্লায় নারীকে পিটিয়ে হত্যা, যুবক আটক

ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিলুফা বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৪ নভেম্বর) ভোরে ফতুল্লা থানার গাবতলী নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্ত (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত নিলুফা বেগম কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। তিনি ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকায় হালিম মিস্ত্রীর বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। আটক শান্ত কুমিল্লার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে শান্ত লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর শুরু করেন। এতে বাধা দিলে নিলুফা বেগমের মাথায় ও শরীরে আঘাত করেন তিনি। পরে স্থানীয়রা শান্তকে আটক করে এবং আহত নিলুফাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ফতুল্লা মডেল থানার পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, শান্ত মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনিক/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়