ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

কুমিল্লায় বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:১২, ৪ নভেম্বর ২০২৪
কুমিল্লায় বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল গ্রেপ্তার

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়া‌র ছেলে ও কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

আরো পড়ুন:

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর সদস্যরা বিল্লালকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, দলীয় নির্দেশনা অমান্য করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়