ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

১২ বছর গাড়িতে হর্ন বাজান না উপদেষ্টা রিজওয়ানা হাসান

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:১০, ৪ নভেম্বর ২০২৪
১২ বছর গাড়িতে হর্ন বাজান না উপদেষ্টা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান

নিজের গাড়িতে ১২ বছর ধরে হর্ন বাজান না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘১২ বছর ধরে আমার গাড়িতে আমি হর্ন বাজাই না। একেবারে বগুড়া থেকে ঢাকায় এসেছি হর্ন না বাজিয়ে। পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি হর্ন না বাজিয়ে। এটা সম্ভব। হর্ন বাজাইনি বলে মিটিংয়ে দেরি হয়েছে, এমন কখনও হয়নি।’

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনলোজি (বিইউএফটি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘কখনও কখনও দেখবেন, গাড়ি নিয়ে বের হয়েছেন, হর্ন কাজ করছে না, নষ্ট হয়েছে। তখন কীভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে যাই? চালককে বলবেন, সেভাবে গাড়ি চালাতে। এটা হচ্ছে অভ্যাসগত পরিবর্তন।’

আরো পড়ুন:

শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২৪ এর ‘গ্র্যান্ড ফিনালে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে’ যোগ দেন উপদেষ্টা। এতে ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। দুই বিভাগে ছয়টি বিজয়ী প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রিজওয়ানা হাসান বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের অনেক কাজে আপনাদের লাগবে। এক হচ্ছে পলিথিন, প্লাস্টিকের কাজে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজটা শুরু করেছিলাম উদ্বুদ্ধকরণে। এখন মায়ের বুকের দুধে মাইক্রো প্লাস্টিক পাওয়া যায়, তারপরও তো ব্যবহারযোগ্য প্লাস্টিকের পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। আপনাদের প্রজন্ম সেই ঝুঁকিতে আছে, যে ঝুঁকি আমরা আপনাদের জন্য সৃষ্টি করে গেছি। আপনারা আবারও আপনাদের পরবর্তী প্রজন্মকে এ ঝুঁকি পাস (হস্তান্তর) করবেন না। এ ঝুঁকি কমিয়ে দিয়ে যাবেন।’

তিনি বলেন, ‘অবশ্যই একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রচারণায় সবাইকে সম্পৃক্ত করতে হবে। মানুষকে উৎসাহিত করতে হবে। আপনারা যখন দোকানে যাবেন, দোকানদার পলিথিনে একটা কিছু দেওয়ার চেষ্টা করবে, কত মানুষকে আর পুলিশ ধরবে, সেটা তো সম্ভব না। দোকানদারকে বলবেন, এই প্লাস্টিকের ব্যাগটা আমি নেবো না। আমি বাসা থেকে একটা কাপড়ের ব্যাগ বা চটের ব্যাগ নিয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামী ডিসেম্বর, যদি ডিসেম্বরে নাও হয় জানুয়ারিতে ঢাকা শহরের ১০টি রাস্তাকে নীরব এলাকা ঘোষণা করব, যেভাবে এয়ারপোর্ট সড়ককে করেছিলাম। সেখানে হর্ন যাতে না বাজানো হয়, সেটির একটা কাজ করব। কারণ আমাদের আইনটা একটু সংশোধন করতে হবে। যাতে পুলিশ এটা প্রয়োগ করতে পারে।’ 

এতে উপস্থিত ছিলেন বিইউএফটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ূব নবী খান, চট্টগ্রাম বিইউএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, জুলাই আন্দোলনে নিহত সেলিমের বাবা মো. সুলতান তালুকদার।

সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়