ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

আড়াইহাজারে পুলিশ পরিচয়ে সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০০, ৪ নভেম্বর ২০২৪
আড়াইহাজারে পুলিশ পরিচয়ে সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিল্লাল হোসেন নামে এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারীর কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ এলাকায় ছিনতাই করা হয়। 

ছিনতাইয়ের শিকার বিল্লাল হোসেনের বাড়ি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াহাজার সদর থেকে ইসলামী ব্যাংকের টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন।

বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক পরিচালানা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। দুপুর ১টার দিকে তাকে বহনকারী অটোরিকশাটি আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে সাদা প্রাইভেটকার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৪/৫ জন দ্রুত নেমে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে জোর করে টাকাসহ তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়ায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে নামিয়ে দেয়।

আরো পড়ুন:

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছেন। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়