ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান আসিদ আলী গ্রেপ্তার

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৫ নভেম্বর ২০২৪  
কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান আসিদ আলী গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৯।

সোমবার (৪ নভেম্বর) রাতে মাধবপুর ইউনিয়নের কামুদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২২ সালে ইউপি নির্বাচন চলাকালে চেয়ারম্যান প্রার্থী আসিদ আলী তার দলবল নিয়ে এটিএন নিউজের ক্যামেরা পারসন হোসেন বখত নিউজ সংগ্রহ করতে গেলে তার গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেন। এছাড়াও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সরাসরি জড়িত ছিলেন তিনি। 

মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, সোমবার রাতে র‌্যাব-৯ অভিযান চালিয়ে চেয়ারম্যান আসিদ আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেকার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় কয়েটি মামলা রয়েছে।

আজিজ/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়