ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:০৯, ৫ নভেম্বর ২০২৪
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সুলতান মোল্যা।

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ৮ জন। 

সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। নিহত সুলতান চাঁদপুর গ্রামের আলেক মোল্যার ছেলে।

আহত সুলতান মোল্যাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। ওই রাতেই আহতদের উদ্বার করে কালিয়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল মোল্যা এবং একই গ্রামের শরিফুল ইসলামের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ইউপি সদস্য জামাল মোল্যার লোকজন সুলতান মোল্যাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। সুলতান মোল্যা মারা গেছে এ ঘটনা শুনার পর শরিফুল ইসলামের সমর্থকরা স্থানীয় তৈরি ঢাল, শড়কি, রাম দা, লাঠিসোটা নিয়ে ইউপি সদস্য জামাল মোল্যার লোকজনের সাথে সংঘর্ষে বেধে যায়। এসময় সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে কালিয়া হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, হত্যাকাণ্ডের পর জামাল মোল্যার পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, ‘দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের ঘটনায় সুলতান মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে বর্তমান অবস্থা স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শরিফুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়