ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কুয়াকাটা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:১১, ৫ নভেম্বর ২০২৪
কুয়াকাটা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে থেকে এই অভিযান শুরু করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযানের সময় অবৈধভাবে গড়ে ওঠা শত শত স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। আগামী দুই দিন এ অভিযান চলবে বলে জানায় উপজেলা প্রশাসন।

এর আগে অবৈধ দখলদারদের বিচ ম্যানেজমেন্ট কমিটির নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য গত ৩ দিন সপ্তাহ যাবৎ মাইকিং করে পাউবো কর্তৃপক্ষ। যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমরা পাঁচ শতাধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। তবে নির্দিষ্ট সময় পার হলেও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি। আমরা জেলা প্রশাসকের নির্দেশে যথাযথ আইনি প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করছি।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়