ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৫ নভেম্বর ২০২৪  
গোপালগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অটোরিকশার চাপায় আরিয়ান শেখ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান শেখ একই গ্রামের হক শেখের ছেলে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, আরিয়ান বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিলে সে আহত হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাদল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়