ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৫ নভেম্বর ২০২৪  
হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইভা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। 

ইভা ওই গ্রামের হিমেল মিয়ার মেয়ে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়িতে খেলছিল ইভা। একপর্যায়ে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন স্বজনরা। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ওই শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন‌্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রুমন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়