ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৪১, ৫ নভেম্বর ২০২৪
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাবেক সেনাসদস্য রফিকুল ইসলাম (৪৯) ও রুপায়েন মিয়া (২৩)। কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে জমিতে কাজ করতে যান রফিকুল ইসলামসহ তিনজন। এ সময় একটি বিদ্যুৎচালিত মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।’

সোহেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়