ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

রাজশাহীতে মাদ্রাসার নামে জমি দখলের চেষ্টার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৫ নভেম্বর ২০২৪  
রাজশাহীতে মাদ্রাসার নামে জমি দখলের চেষ্টার অভিযোগ

উম্মে হানী

রাজশাহীতে মাদ্রাসা নির্মাণের নামে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন ওই জমির মালিক উম্মে হানী। 

উম্মে হানী লিখিত বক্তব্যে বলেন, তিনি ৪ বছর আগে নতুন বুধপাড়া এলাকায় সোয়া ৬ কাটা জমি কেনেন। গত ২০ অক্টোবর সেই জমিতে সীমানা প্রাচীর দেয়ার জন্য কাজ শুরু করেন। তবে ওই এলাকার বাসিন্দা মোজাম্মেল হকসহ ২০ থেকে ২৫ জন এসে প্রাচীর নির্মাণ বন্ধ রাখতে বলেন। এরপরও তিনি নির্মাণ করেন। তবে গত ২৭ অক্টোবর রাতে মোজাম্মেলের নেতৃত্বে কয়েকজন এসে সীমানা প্রাচীরের উত্তর দিকের অংশ ভেঙে দেন। এ ঘটনায় গত ৩ নভেম্বর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘গত ৩ নভেম্বর ভাঙা অংশে প্রাচীর দেয়ার জন্য কাজ শুরু করলে মোজাম্মেলসহ ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে নির্মাণ কাজ বন্ধের হুমকি দেন এবং বলেন, জমির উত্তর দিকে মাদ্রাসা নির্মাণ করা হবে তাই আপনাদের ২ ফুট জমি দান করতে হবে। আমরা তাদের ২ ফুট জমি কিনে নেওয়ার প্রস্তাব দেয়। তবে তারা তা কিনতে অস্বীকৃতি জানিয়ে ২ ফুট জমি দখলে নেয়ার হুমকি দেন। এ সময় রাতে প্রাচীর ভেঙে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যান। পর দিন সকালে গিয়ে দেখি তারা উত্তর দিকের প্রাচীর ভেঙে ফেলেছেন।’  

আরো পড়ুন:

প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা তৈরির কথা বলে ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে মোজাম্মেল হক জমি দখলের নেয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি করেও প্রশাসনের সহযোগিতা পাননি। এমতাবস্থায় পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। 

এ বিষয়ে জানতে বেশ কয়েক বার মোজাম্মেল হকের মোবাইল ফোনে চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়