ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

চট্টগ্রাম সিটি করপোরেশন

সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকার ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৬, ৫ নভেম্বর ২০২৪
সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকার ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

নগরপিতা নন, বরং সেবক হিসেবে চট্টগ্রামবাসীর পাশে থাকার ঘাষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, ‌‘চট্টগ্রামে ৭০ লাখ মানুষ আছেন। আমি তাদের পাশে থেকে সেবক হিসেবে কাজ করে যতে চাই। আমি নগরবাসীর সার্বিক সহযোগিতা চাচ্ছি।’

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ট্রেনে ঢাকা থেকে ফেরার পর তাকে সংবর্ধনা দেওয়া হয়। 

আরো পড়ুন:

গত রোববার (৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেন ডা. শাহাদাত। সেখানে তাকে শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। 

ডা. শাহাদাত বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। এই শহরটা শুধু আমার একার শহর নয়। এই শহর আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে একযোগে একটি সুন্দর শহর গড়ে তুলি। এ শহর হবে ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি। আমাকে একটু সময় দিন। ইনশাআল্লাহ, অক্ষরে অক্ষরে সব ওয়াদা পালন করবো। আপনারা সবসময় আমার হৃদয়ের গভীরে আছেন।’

পুরাতন রেলওয়ে স্টেশনে নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেয়র হজরত শাহ আমানত (র.) ও বদর আউলিয়া (র.) মাজার জিয়ারত করেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নগর বিএনপির তৎকালীন আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। নির্বাচনে ভোট ডাকাতি, জালিয়াতি ও কারসাজির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন ডা. শাহাদাত। এ ব্যাপারে তিনি চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। 

মামলার রায়ে গত ১ অক্টোবর আদালত ডা. শাহাদাততে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। ৮ অক্টোবর মেয়র ঘোষণার সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গত ৩ নভেম্বর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।  

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়