ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর কৃষকরা পেলেন বীজ ও অর্থ 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৫ নভেম্বর ২০২৪  
বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর কৃষকরা পেলেন বীজ ও অর্থ 

বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী সদর উপজেলার ৭ হাজার ৭৫৮ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজির বীজ-সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সদর উপজেলার হলরুমে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক একরাম উদ্দিন। 

ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনসুর আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ। 

আরো পড়ুন:

ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৬ হাজার ২০৮ জন কৃষককে ৯ প্রজাতির ২০ প্যাকেট সবজির বীজ ও বিকাশ একাউন্টের মাধ্যমে প্রত্যেক কৃষককে ১ হাজার টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়া তৈলবীজ শস্যের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার ২০০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। ৩৫০ জন কৃষককে ৮ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। 

প্রণোদনার বীজ ও সার নিতে আসা কৃষক আফজাল মিয়া বলেন, ‘বন্যায় আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। বন্যার পর ধার করে জমিতে সবজি আবাদ শুরু করেছি। সরকারি এ সহায়তা পাওয়া অনেক উপকার হল। অন্তত শীতকালীন কিছু সবজি আবাদ করে নিজের চাহিদা মেটাতে পারব।’ 

অপর কৃষক মীর হোসেন বলেন, ‘বন্যায় যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ সম্ভব নয়। ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগবে। এরপরও সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক একরাম উদ্দিন বলেন, ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফেনী সদর ও দাগনভূঞায় প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় কৃষকদের বীজ সার ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। 

তিনি আরো বলেন, এবার ফেনীর ২৩ হাজার কৃষক শীতকালীন সবজি ও বিকাশ একাউন্টের মাধ্যমে ১ হাজার টাকা প্রণোদনা, ৪৩ হাজার কৃষককে ৮ প্রজাতির হাইব্রিড সবজির বীজ, ২০ কেজি সার ও ১ হাজার আর্থিক প্রণোদনা দেওয়া হবে। রবি ফসলের আওতায় ১২ হাজার কৃষক বীজ ও সার পাবেন, ৬০ হাজার কৃষক পাবেন বোরো উপসী বীজ ও সার, ২০ হাজার কৃষক বোরো হাইব্রিড বীজ ও সার পাবেন। সবমিলিয়ে প্রায় ১ লাখ ৫৮ হাজার কৃষক পর্যায়ক্রমে সহায়তা পাবেন। 

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়