ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রমেক অধ্যক্ষ মাহফুজার রহমান ওএসডি

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ৫ নভেম্বর ২০২৪  
রমেক অধ্যক্ষ মাহফুজার রহমান ওএসডি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও চিকিৎসকদের সাত দিনের আন্দোলনের পর রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব খুর-রে শাহওয়াজ স্বাক্ষরিত ওই
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাহফুজার রহমানের স্থলে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম। তিনি এর আগে দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

গত ২৯ অক্টোবর অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এরপর দিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়। আজ সকালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য বিভাগ।

আমিরুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়