ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

হত্যা মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন, আরেকজনের এক বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ৫ নভেম্বর ২০২৪  
হত্যা মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন, আরেকজনের এক বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে হত্যা মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন ও আরেকজনের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে পরিমল বিশ্বাসক যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রথীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চন্ডীপুর গ্রামের রঞ্জু বিশ্বাসের সঙ্গে পরিমল ও তার ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ রঞ্জুকে কুপিয়ে হত্যা করেন দুই ভাই। এ ঘটনায় নিহতের ভাই রতিশ বিশ্বাস বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়