ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে হঠাৎ ঝড়ে গাছ উপড়ে আহত ১ 

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৪৮, ৫ নভেম্বর ২০২৪
খাগড়াছড়িতে হঠাৎ ঝড়ে গাছ উপড়ে আহত ১ 

খাগড়াছড়ি সদর উপজেলায় আকস্মিক ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। ফলে অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে গাছ ভেঙে বাবুল ত্রিপুরা (২৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, ভেঙে পড়া গাছ অপসারণের কাজ চলছে। 

আরো পড়ুন:

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়।

এলাকাবাসী জানান, আজ বিকেল ৫টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ো বাতাসে খাগড়াছড়ি বাস টার্মিনালের মূল সড়কের ওপর গাছ উপড়ে পড়ে। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে গাছ পড়ে বাবুল ত্রিপুরা নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়েছেন। ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। 

রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়