ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

সীতাকুণ্ডে ২ ঘণ্টার সড়ক অবরোধে দিনভর দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৫ নভেম্বর ২০২৪  
সীতাকুণ্ডে ২ ঘণ্টার সড়ক অবরোধে দিনভর দুর্ভোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষজন। 

পুলিশ জানায়, স্থানীয় লোকজন তাদের চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের শহিদ মিনার এলাকায় স্থানীয় বাসিন্দারা দুপুর ১২ট থেকে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করেন। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, মাহতাব বিবি রোড নামে একটি রাস্তা বন্ধ করে দিক পরিবর্তন ও বিকল্প রাস্তা চালু করা হলে স্থানীয় কয়েক শ মানুষ বিক্ষুদ্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। শত শত নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, স্থানীয় লোকজন তাদের চলাচলের একটি সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে এসে সমস্যাটি সমাধানের আশ্বাস দেন। পর এলাকাবাসী অবরোধ তুলে নেয়। প্রায় দুই ঘণ্টা অবরোধ থাকায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

তিনি আরো জানান, সড়কে যানবাহনের জট পুরোপুরি নিরসন করতে সন্ধ্যা পর্যন্ত সময় লেগেছে হাইওয়ে পুলিশের। 

এদিকে, একই স্থানে গতকাল সোমবার ও রোববারও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের ঘটনা ঘটে। এই দুই দিন ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। ফলে দুর্ভোগ পোহাতে হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনগুলোকে। 

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়