ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

গাইবান্ধায় শ্রমিক দল নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ৫ নভেম্বর ২০২৪  
গাইবান্ধায় শ্রমিক দল নেতা আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে সেনাবাহীনি। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আটকের তথ্য জানিয়েছেন। 

আটককৃত মানিক বোনারপাড়া ইউনিরয়নের পূর্ব শিমুল তাইড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্ট্যান্ডের চেইন মাষ্টার।

আরো পড়ুন:

এলাকাবাসী জানায়, বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্ট্যান্ডের চেইন মাষ্টার মানিক মিয়াসহ ৪/৫ জন প্রতিটি সিএনজি চালিত অটোরিকশা থেকে প্রতিদিন ৩০ টাকা করে চাঁদা তোলেন। এ বিষয়ে সিএনজি অটোরিকশা চালকরা সোনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দেন। আজ দুপুরে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে মানিককে আটক করে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে চাঁদা আদায়ের একটি টালি খাতা জব্দ করেন তারা। পরে সেনা সদস্যরা তাকে সাঘাটা থানায় সৌপর্দ করেন।

এ ব্যাপারে জানতে সাঘাটা শ্রমিক দলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ‘আসলে এটা চাঁদাবাজি নয়। সারাদিন তারা সিএনজি অটোরিকশার সিরিয়াল মেইনটেইন করেন। তাই পারিশ্রমিক হিসেবে প্রতিটি সিএনজি অটোরিকশা থেকে সামান্য ২০/৩০ টাকা করে তুলতেন। এ নিয়ে আমরা থানায় কথা বলবো।’ 

ওসি সোহেল রানা বলেন, ‘চাঁদা তোলার অভিযোগে মানিক মিয়া নামে এক শ্রমিক দলের নেতাকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। অভিযোগকারীদের কেউ বাদী না হওয়ায় এখনো মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মামলা শেষে বুধবার (৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।’

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়