ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

দায়িত্ব নিয়ে যেসব প্রতিশ্রুতি দিলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:০২, ৫ নভেম্বর ২০২৪
দায়িত্ব নিয়ে যেসব প্রতিশ্রুতি দিলেন চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মেয়রের চেয়ারে বসে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের কাছে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। 

আরো পড়ুন: সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকার ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

আরো পড়ুন:

কোন কাজকে অগ্রাধিকার দেবেন এমন প্রশ্নে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে প্রথম কাজ। মশক নিধনে যে স্প্রে ব্যবহার করা হয় সেটি আমি পরীক্ষা করতে চাই। এমন কোনো স্প্রে আমি চাই না যা দিলে মশা লাফ দিয়ে উড়ে যাবে। মশা মরছে কি না সেটা দেখতে হবে, না মরলে সে ওষুধ আমি গ্রহণ করবো না।’

তিনি বলেন, ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল সেন্টার চসিকের উদ্যোগে করার লক্ষ্যে একটি হটলাইন দ্রুতই চালু করা হবে। যেকোনো জায়গায় কোনো ডেঙ্গু রোগী যদি থাকে এবং কোনো সমস্যায় পড়েন তিনি হটলাইনে কল করবেন; আমরা যারা ডাক্তার আছি তারা কাউন্সিলিং করবো।’ 

নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিজে তদারকির কথা জানিয়ে মেয়র ডা. শাহাদাত বলেন, ‘আমি নিজে সব স্পটে যাব। সকালে বেশিক্ষণ অফিসে থাকবো না। আধঘণ্টা, এক ঘণ্টা। এরপর আমি নিজেই বেরিয়ে যাব। পরিচ্ছন্নতা বিভাগের লোকজন, মশক নিধনের দায়িত্বে যারা আছে তারা আমার সঙ্গে থাকবেন।’

রাজনীতির আলাপ নিয়ে কেউ আসবেন না
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সিটি করপোরেশনে রাজনৈতিক বিষয় নিয়ে ‘জটলা’ না পাকানোর কথা বলেছেন ডা. শাহাদাত।

তিনি বলেন ‘আমি রাজনীতিবিদ, তবে রাজনীতি থাকবে সিটি করপোরেশন কর্যালয়ের বাইরে। আমি আমার সমস্ত নেতাকর্মীদের বলতে চাই, আপনারা আমাকে কাজের সময় ডিস্টার্ব করবেন না। আমি আপনাদের সঙ্গে রাজনীতি করবো বিকেল ৫টার পরে। এখানে রাজনীতির আলাপ নিয়ে কেউ আসবেন না।’

নগরের সব ভবন মালিক ও ব্যবসায়ীদের নিজস্ব ভবন-প্রতিষ্ঠানের সম্মুখ অংশ নিজ দায়িত্বে পরিষ্কার করার আহ্বান জানিয়ে নতুন ময়ের বলেন, ‘ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিন বসিয়ে দেওয়া হবে। বিনের বাইরের ময়লা নিজ গরজে অপসারণ করতে হবে। নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

মেয়র বলেন, ‘বাড়তি হোল্ডিং ট্যাক্সের দরকার নেই। আগের হোল্ডিং ট্যাক্সই সম্পূর্ণভাবে আদায়ে জোর দেওয়া হবে। যে হোল্ডিং ট্যাক্স আমরা আগে দিয়ে আসছি, সেই হোল্ডিং ট্যাক্স যদি আমরা ঠিকমতো পাই, ইনশাআল্লাহ চসিকে বেতন দেওয়ার জন্য আর কোনো সমস্যায় পড়তে হবে না।’

৪১ ওয়ার্ডে খেলার মাঠ
‘সুস্থ মন, সুস্থ দেহ’ একদম হারিয়ে গেছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, ‘আজকে টার্ফ হয়ে একটা শ্রেণি সেখানে তার বাচ্চাদের খেলতে দিতে পারছে না। এতে সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে।  নিম্নবিত্ত বা গরিব বাচ্চারা সেখানে খেলতে পারছে না। সাইকোলজিক্যালি তারা যে ডিমোটিভেট হচ্ছে এ কথাগুলো আমরা বুঝতে পারছি না। এ জিনিসগুলোতে কিন্তু আমাদের মানবিক হতে হবে। আমি অবশ্যই এসব বিষয়গুলোতে নজর দেব।’

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়