ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার 

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৫ নভেম্বর ২০২৪  
সিদ্ধিরগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার 

সংগঠনবিরোধী ও অনৈতিক কাজ করে দলের ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাদের দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিড (বিডি) নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার ট্রাক থামিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের ফেব্রিক ও টি-শার্ট লুটপাটের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। রোববার (৩ নভেম্বর) ওই পোশাক কারখানার ম্যানেজার আবু মাহজুয়া শাহ বাদী হয়ে মামলা করেন। মামলার আসামিরা হলেন, দেলোয়ার হোসেন (৩৫), মো. নুরুজ্জামান (৩০), মো. দিদার (২৫), মো. ডাবুল (২৮), মো. বাবুল (৩০) সহ অজ্ঞাত আরও ২৫ জন।

আরো পড়ুন:

বাদী আবু মাহজুয়া শাহ জানান, গত ২৭ অক্টোবর পোশাক কারখানা থেকে বের হওয়ার পর কোম্পানির গাড়ি থামিয়ে আসামিরা ড্রাইভারকে মারধর করেন। পরবর্তীতে আসামিরা ট্রাকটি ভাঙচুর করেন ও ট্রাকে থাকা মালামাল লুট করে নিয়ে যান।

ওই ঘটনায় আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি ওই দিনই আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন। মূলত সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয় বলে জানায় বিএনপির শীর্ষ নেতারা। 

অনিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়