ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যা: যুবকের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ সংবাদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৫ নভেম্বর ২০২৪  
নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যা: যুবকের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্রী প্রিয়াঙ্কা হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। 

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান রায়ের তথ্য জানান। 

সাজাপ্রাপ্ত যুবক মোহাম্মদ হাসান (২৮) উপজেলার বরাব এলাকার ফজলুল হকের ছেলে। নিরাপরাধী হওয়ায় আদালত চার আসামিকে খালাস দিয়েছেন।

আরো পড়ুন:

মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রিয়াঙ্কা উপজেলার বরাব এলাকার হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ে যাওয়ার পথে হাসান তাকে বিরক্ত করতেন। ২০১৭ সালের ৪ নভেম্বর বিকেলে প্রিয়াঙ্কা নিখোঁজ হন। পরদিন সকালে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা মহিউদ্দিন রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

অনিক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়