ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

তাবলিগ জামাতে আসা ইন্দোনেশিয়ান নাগরিকের লাশ নদী থেকে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৭, ৬ নভেম্বর ২০২৪
তাবলিগ জামাতে আসা ইন্দোনেশিয়ান নাগরিকের লাশ নদী থেকে উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফাইজুল ইসলাম (৪৮) নামে এক ইন্দোনেশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইসলাম প্রচারে তাবলিগ জামাতের সঙ্গে ঘোড়াঘাটে এসেছিলেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দিলে যৌথভাবে অভিযান চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, তাবলিগ জামাতের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন। বুধবার সকালে ৩-৪ জন মুসল্লি নদীতে গোসলে নামেন। একপর্যায়ে ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজুল ইসলাম নিখোঁজ হন। প্রায় সাড়ে তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোসলেম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়