ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দশক পর ওটি

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৬ নভেম্বর ২০২৪  
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দশক পর ওটি

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার (ওটি।) হাসপাতাল প্রতিষ্ঠার ৪২ বছর পর বুধবার (৬ নভেম্বর) প্রসূতি ইম্রাচিং মারমার সিজারিয়ান অপরেশনের মাধ্যমে এ সেবার দ্বার উন্মোচন হয়। তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

এর আগে, আজ দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটার উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেছেন, ‘দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়। এত বছর পর হলেও অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু হওয়ায় এই অঞ্চলের মানুষকে আর দূরবর্তী কোনো হাসপাতালে যেতে হবে না।’

প্রয়োজনীয় অপারেশন সরঞ্জামাদির অভাবে সরকারি এই হাসপাতালে সিজারসহ অন্যান্য অপারেশন কার্যক্রম বন্ধ ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরো পড়ুন:

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘আজ থেকে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। গর্ভবতী মায়েদের সিজারের পাশাপাশি অন্যান্য বিভিন্ন রোগের ছোট অপারেশন করা হবে। প্রত্যন্ত এলাকার মানুষ স্বল্প খরচে সেবা পাবেন।’

হাসপাতালে প্রথম রোগীর সিজার করা গাইনি কন্সালটেন্ট তফিকুর নাহার মুনা বলেন, ‘কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম অপারেশন কার্যক্রম চালু হল। দূর-দূরান্ত থেকে আসা গরিব ও অসহায় রোগীরা জরুরি সেবা নিতে পারবেন।’

অপারেশন থিয়েটার উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যানেসথেসিয়া ডা. হোসাইনুল করিম মামুন, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ আফতাব উদ্দীন, মেডিক্যাল অফিসার ওমর ফারুক রনি প্রমুখ।

শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়