ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল  

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৮, ৬ নভেম্বর ২০২৪
আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল  

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইনজীবী ও বিএনপি নেতাকর্মীরা আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

আরো পড়ুন:

আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে সংসদ সদস্য হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ অত্যাচার চালান। অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমুর ঝালকাঠির বাসা থেকে ৫ আগস্ট রাতে যৌথবাহিনী পাঁচ কোটি টাকা উদ্ধার করেছেন।

পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও শ্রমিক দলের আহ্বায়ক টিপু সুলতানসহ অনেকে।
 

অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়