ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

নদীতে নিখোঁজ শিশু হুজাইফার মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:১৩, ৬ নভেম্বর ২০২৪
নদীতে নিখোঁজ শিশু হুজাইফার মরদেহ উদ্ধার

হুজাইফা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বড়াল নদীর স্রোতে তলিয়ে যাওয়ার একদিন পর ৫ বছরের শিশু হুজাইফার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের প্রধান গেট সংলগ্ন বড়াল নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে শিশুটি নদীতে তলিয়ে নিখোঁজ হয়। মৃত হুজাইফা ফরিদপুর সদর উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর ছেলে। 

আরও পড়ুন: নদীতে কাগজের নৌকা ভাসাতে গিয়ে স্রোতের টানে শিশু নিখোঁজ

আরো পড়ুন:

ওসি শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার (১ নভেম্বর) মায়ের সঙ্গে ভাঙ্গুড়া পৌর শহরের কলেজপাড়ার মামার বাড়ি বেড়াতে যায় হুজাইফা। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাচ্ছিল হুজাইফাসহ কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা। এ সময় তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হয় সে। ঘটনার পরে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা সন্ধ্যার আগ পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল সাড়ে ৮টার দিকে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি শফিকুল ইসলাম জানান, মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
 

শাহীন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়