ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

বরগুনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৬ নভেম্বর ২০২৪  
বরগুনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার চার ডাকাত

বরগুনা আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ রাইফেলের দুই রাউন্ড গুলি ও ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (৬ নভেম্বর) বিকালে তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বরগুনার আমতলী উপজেলার আরপাংগাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী গ্রামের জয়নাল গাজীর ছেলে আন্তঃজেলা ডাকাত সর্দার মহসীন (৩২), ঢাকার তুরাগ এলাকার আব্দুর রহিমের ছেলে সাগর (২৬), কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিনের ছেলে উজ্জ্বল (৩৫) ও বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের তোফাজ্জেল গাজীর ছেলে ইউসুফ গাজী। তাদের মধ্যে মহসীনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, যশোর, গাজীপুর, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সাতটি ডাকাতি মামলা রয়েছে।

আরো পড়ুন:

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে তালতলী থানায় মামলা করা হবে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাইনিজ রাইফেলের দুই রাউন্ড গুলি ও ইয়াবা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের হতে পারে।

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়