ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গাড়ির হেলপারকে মারধরের প্রতিবাদে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৬ নভেম্বর ২০২৪  
গাড়ির হেলপারকে মারধরের প্রতিবাদে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের হেলপারকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে শহরের পাঁচ রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিকেল ৪টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। 

মারধরের ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল আতিক।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আজ দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের নিয়ে মেলান্দহের মালঞ্চ এলাকার বিশ্ববিদ্যালয় থেকে শহরে আসছিল একটি বাস। বেলা ৩টার দিকে পাঁচ রাস্তা মোড়ে আসলে ৪-৫ জন যুবক জোর করে বাসে উঠার চেষ্টা করেন। তাদের বাধা দেওয়া হয়। এসময় বাসটির হেলপার কামালকে মারধর করেন যুবকরা। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ঘটনায় জড়িত ৩ জনকে আটক করার তথ্য পেয়ে বিকেল ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের পরিবহন পুলের আহ্বায়ক মো. আল মামুন সরকার, কিছু লোক আমাদের স্টাফসহ শিক্ষার্থীর ওপর হামলা চালায়। শিক্ষার্থীরা পরে সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে তারা সড়ক ছেড়ে দেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল আতিক বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।’

শোভন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়