ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সিলেটে ছাত্র-জনতার উপর গুলি করা শ্যুটার আনসার গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৬ নভেম্বর ২০২৪  
সিলেটে ছাত্র-জনতার উপর গুলি করা শ্যুটার আনসার গ্রেপ্তার

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলি করা আনসার আহম্মদ রাহুল ওরফে শ্যুটার আনসার (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর সদস্যরা। একইসঙ্গে তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের একটি দল বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।

আনসার সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে। আর নাঈম মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে।

আরো পড়ুন:

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তার দুই জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়