ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫২, ৭ নভেম্বর ২০২৪
সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ৩

সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) ভোর ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়‌কের অ্যাড‌ভো‌কেট আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন-সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের শামসুর ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)ও যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮)।  

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে মোটরসাইকেলে করে তিন জন সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাকচাপা দেয়।  এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহীন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়