ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

গাংনীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৭ নভেম্বর ২০২৪  
গাংনীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটকেরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মণ্ডলের স্ত্রী তিলক জান (৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন (৫০) ও মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের মৃত ইউনুস আলীর ছেলে ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮)। 

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্ট ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে জোড়পুকুরিয়া নামক স্থান থেকে ৮ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা ও মাদক পরিবহনের একটি ব্যাটারিচালিত পাখিভ্যান উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা-পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।

ফারুক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়