ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নকল শিশু খাদ্য বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা, ৬ গোডাউন বন্ধ

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:১৬, ৭ নভেম্বর ২০২৪
নকল শিশু খাদ্য বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা, ৬ গোডাউন বন্ধ

চুয়াডাঙ্গায় নকল শিশু খাদ্য বিক্রির অপরাধে জনি স্টোর নামক একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৬টি গোডাউনও বন্ধ করে দেওয়া হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। 

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অভিযানে মেসার্স জনি স্টোর নামক প্রতিষ্ঠানে নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১, ৫৫ ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এসময়  নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্যে ভর্তি ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে এই শিশুখাদ্যগুলো দোকান মালিক সমিতি, চেম্বার অব কমার্স, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সচেতন ভোক্তাদের উপস্থিতিতে টাস্কফোর্স কমিটির মাধ্যমে ধ্বংস করা হবে। 

কয়েক বছর আগে একই অপরাধে হামিদুর রহমান জনিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো বলেও জানান তিনি। 

মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়