ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:১১, ৭ নভেম্বর ২০২৪
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নড়াইলে রাফায়েতুল হক তমালকে আহ্বায়ক ও মোহাম্মদ শাফায়েতকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটি আগামী ৬ মাসে জন্য অনুমোদন দেওয়া হয়।

এ কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন- আশরাফুল আলম জেনী, মোহাম্মদ শাকিব, হাসিবুর রহমান শাহবাদ, আঁখি খানম, নবাব মোল্যা ও তুহিন মোল্যা। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে- আব্দুর রহমান মেহেদী, শুভ মোল্যা, আমিরুল ইসলাম, পরশ আহম্মেদ জয়, মেহেদী হাসান, বাঁধন মল্লিক এবং সাইকা সিদ্দিকা। 

এ কমিটিতে মুখ্য সংগঠক করা হয়েছে- কাজী ইয়াজুর রহমান বাবু, মিনহাজুল ইসলাম, শেখ মুনাইম ও মো. আলহাজ মোল্যা। এছাড়া মুখপাত্র হিসেবে নুসরাত জাহান।

শরিফুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়