ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপির জামিন

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৭ নভেম্বর ২০২৪  
ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপির জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মহিবুর রহমান মানিকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনায় আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।

গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় গত মঙ্গলবার ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

মনোয়ার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়