ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

চট্টগ্রামে হত্যায় একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৭ নভেম্বর ২০২৪  
চট্টগ্রামে হত্যায় একজনের ফাঁসি

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানায় রেবেকা সুলতান মনি নামের এক নারীকে হত্যা মামলায় মো. নেজাম উদ্দিন নামের এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অন্য এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. আবদুল হালিম (৪৫)। রায়ে আবু সিদ্দিক রুবেল নামের অন্য এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৯ সালের ১১ মে বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মির্দ্দাপাড়া জামাল সাহেবের বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে মো. আব্দুল হালিমের নির্দেশে আসামি মো. নেজাম উদ্দিন রেবেকা সুলতানা মনিকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে উক্ত কক্ষ তালাবদ্ধ করে পালিয়ে যান। এই ঘটনায় দায়েরকৃত মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মো. নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও আসামি মো. আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি আবু সিদ্দিক রুবেলকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় মো. নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মো. আবদুল হালিম পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

/রেজাউল/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়